1 Answers
বেটা ভার্সন মূলত এইটি একটি ট্রাইল ভার্সন । গুগোল প্লে ষ্টোরে এই ধরনের অনেক এ্যাপলিকেশেন দেখতে পাবনে। বেটা ভার্সন দেওয়া হয় মূলত ইউজার থেকে ইনফরমেশন, ক্রশ এনালিটিক্স ইত্যাদি। বেটা ভার্সন ছেড়ে দেওয়ার মূল কারণ হচ্ছে, এ্যাপলিকেশন এর ভূল ক্রটি ইউজার এর কাছ থেকে জেনে নেয়া। এক কথায় এ্যাপস ডেপ্লপার মূলত এর মাধ্যমে ভূল ক্রটি খুজে বের করে।