এস এ খতিয়ান চেনার উপায়

DWQA Questionsএস এ খতিয়ান চেনার উপায়
Imran Hossain asked 2 years ago

S A খতিয়ান চেনার উপায় ?

1 Answers
Imran Hossain answered 2 years ago

S.A পর্চা চেনার উপায়।

  • এস এ পর্চাটি পাথাল দিকে লেখা থাকে।
  • এই পর্চায় দুইটি খতিয়ান নাম্বার উল্লেখ থাকে।
  • সি এস (C.S) খতিয়ানকে সাবেক খতিয়ান এবং এস এ (S.A ) খতিয়ানকে হাল খতিয়ান নামে উল্লেখ থাকে।
  • ইহাতে হিস্যা কিংবা অংশ এর ঘরে কিছুই লেখা থাকে না।
  • সি এস (C.S) দাগ এবং S.A (এস এ) দাগ একই দাগ কোন ক্ষেত্রে পরিবর্তন নাই)।
  • এই পর্চাটি হাতে লেখা।