R S (আর এস) পর্চা চেনার উপায়? DWQA Questions › R S (আর এস) পর্চা চেনার উপায়? 0 Vote Up Vote Down Imran Hossain asked 2 years ago R S (আর এস) কিভাবে চিনবো বা কিভাবে আর এস খতিয়ান চেনা যায়। জানাবেন প্লিজ। 1 Answers 0 Vote Up Vote Down Imran Hossain answered 2 years ago R.S (আর এস) পর্চা চেনার উপায়ঃ এই পর্চাটি সর্ব উপরে বড় অক্ষরে খতিয়ান নম্বর লেখা থাকে। এই পর্চা লম্বালম্বি দুই পৃষ্ঠা বিশিষ্টি। প্রথম পৃষ্ঠায় মালিকের নাম ও হিস্যা কিংবা অংশ দেওয়া আছে। ইহার মাঝে কোনো দাগ দেওয়া নেই। দ্বিতীয় পৃষ্ঠায় উত্তর সীমানা উল্লেখ নেই।