1 Answers
ই-সিম কি?
প্রযুক্তির নতুন সিম কার্ড হচ্ছে ই-সিম। একটি eSIM (এমবেডেড-সিম) হল প্রোগ্রামেবল সিম কার্ডের একটি ফর্ম যা সরাসরি একটি ডিভাইসে এম্বেড করা হয়। একটি অপসারণযোগ্য ইউনিভার্সাল ইন্টিগ্রেটেড সার্কিট কার্ডে (UICC) অবস্থিত একটি সমন্বিত সার্কিটের পরিবর্তে, সাধারণত PVC দিয়ে তৈরি, একটি eSIM একটি ডিভাইসের সাথে স্থায়ীভাবে সংযুক্ত একটি eUICC চিপে ইনস্টল করা সফ্টওয়্যার নিয়ে গঠিত।
ই-সিম কেন ইউজ করবো
এক কথায় ই সিম এমন একটি সিম যে সিম ব্যবহার করতে কোন ধরনের প্লাসিক কার্ড ব্যবহার করবার প্রয়োজন পড়েনা । ই সিম খুব সহজে ইউজ করতে পারবেন, একটি ডিভাইজে ২০ টি পযন্ত ই সিম ইন্সটল করা যায়। ই সিমের সুবিধা হল নিরাপদে ব্যবহার করা যায় সিমটি হারানোর কোন ভয় নাই। ডিভাইজে খুব সহজে ইন্সটল করা যায়। এটি পরিবেশ বান্ধব সিম।