1 Answers
১৯৯৩ সালে ইউনিভার্সিটি অফ ইলিনয় এট আর্বানা শ্যাম্পেইন এর ন্যাশনাল সেন্টার ফর সুপারকম্পিউটিং অ্যাপলিকেশন্সের গবেষক মার্ক অ্যান্ড্রিসেন এবং এরিক বিনা মিলে মোজাইক নামে প্রথম ওয়েব ব্রাউজার তৈরি করে। মোজাইক ব্রাউজার উপর ভিত্তি করে নেটস্কেপ ও ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার তৈরি করা হয়। অ্যান্ড্রিসেন ও বিনা নেটস্কেপ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা। প্রথম ওয়েব ব্রাউজারের নাম মোজাইক।