1 Answers
ওয়েব ব্রাউজার এমন একটি ব্রাউজার ব্যাবহারকারীরা এর মাধ্যমে ওয়াল্ড-ওয়েড যেকোন কিছু সার্চ করে খুজে নিতে পারে। যেকোন ওয়েবসাইটে অবস্থিত ডকুমন্টে এবং ছবি অথবা ভিন্ন ওয়েবসাইটের সাথে আন্তসংযুক্ত লিংক থাকলে একটি ওয়েব ব্রাউজার একজন ব্যবহারকারীকে দ্রূত এবং সহজে এইসকল লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে অবস্থিত অসংখ্য ওয়েবপেইজের সাথে তথ্য আদান-প্রদানে সাহায্য করে। এভাবে ওয়েবপেজের ভিতরকার লেখা, ছবি, ভিডিও ইত্যাদির মধ্যে চলাচল করাকে ব্রাউজিং বলে।
ব্রাউজার এর নাম
নিচের অংশে বেশ কিছু ব্রাউজারের নাম দেওয়া হল। এছাড়াও আরও অনেক ব্রাউজার রয়েছে।
- গুগল ক্রোম
- মোজিলা ফায়ারফক্স
- ইন্টারনেট এক্সপ্লোরার
- সাফারি (ওয়েব ব্রাউজার)
- এজ
- অপেরা
- ইউসি