1 Answers
ওয়েম্যান কি?
ওয়েম্যার এর কাজ মূলত রেল লাইনকে সচল রাখা। সাধারণ ভাবে বলতে গেলে একজন ওয়েম্যান (wayman) রেল লাইন এর রক্ষনা বেক্ষন কিংবা রেল লাইন তৈরির কাজে নিয়োজিত থাকেন। রেল লাইন ফিটিক,নান্ট, বল্ট পাত,ফিশপ্লেট,ক্লিপ হুক যথাযথ স্থানে আছে কিনা সেটি চেক করা। এছাড়া ওয়েম্যান রেললাইন পাহারার কাজও করে থাকেন।