কীভাবে বাজি লাইভ একাউন্ট খুলবো? বাজি লাইভ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চাই
বাজি লাইভ অনলাইন দুনিয়ার অন্যতম একটি বাজি ধরার প্লাটর্ফম। এখানে আপনি নিদিষ্ট পরিমান টাকা দিয়ে বাজি ধরতে পারবেন। এখানে ক্রিকেট,ফুটবল, কেসিনো সহ ইত্যাদি বাজি ধরতে পারবেন। বিঃদ্রঃ বাজির দিকে না যাওয়াই ভালো। এইটি আইনত অপরাধ।
বাজি একাউন্ট খুলার নিয়মঃ
বাজি একাউন্ট খোলার জন্য সাথে থাকা স্মাট ফোন থেকে যেকোন একটি ব্রাউজার গিয়ে সার্চ করুন, https://www.baji.live/ কিংবা এই লিংকে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে নিচের মতো একটি পেজ চলে আসবে। সেখানে আপনার প্রয়োজনী তথ্য দিয়ে বাজি আকাউন্ট খুলতে পারবেন।
উপরের ছবির বাম দিকে বেশ কিছু খালি ঘর দেখা যাচ্ছে। সেই ঘরগুলো পূরন করতে হবে। উধাহরণ স্বরুপঃ
- প্রথমে আপনার ইজার নেম দিন, roni4554.
- পাসওয়াড দিন পাসওয়ার্ড অবশ্যই 6 থেকে 20 ক্যারেকটারের মধ্যে হতে হবে।
- একই পাসওয়াড পরের ঘরে দিন।
- নাম্বার ঘরে যা আছে থাক।
- শেষ অংশে সাদা তির চিহৃতে ক্লিক করুন।
এরপর আপনি চলে যাবেন পরের স্টেপে।
সেখানে আপনার, ফুলনাম, ফোন নাম্বার, ইমেইল আইডি চাইবে। ঠিক নিচের ছবির মতো।
সেগুলো পূরন করুণ। সঠিক তথ্য দিয়ে পুরুন করার পর নিচের ভেরিভেকেশন কোড চাইবে, সেই কোডটি দিন। আপনার ক্ষেত্রে কোডটি অন্য হবে।
এবার টিক মার্ক করা অংশে ক্লিক করুন। আপনার আকাউন্ট খোলা হয়ে যাবে।
আকাউন্ট খোলা হয়ে গেলে আপনার ফোন নাম্বার আর জিমেইল আইডি ভেরিভেকেশন করে নিন।
বাজিতে নতুন আকাউন্ট খুলেই পাবেন 100 টাকা বোনাস।